বিনোদন

৩০ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় স্মরণীয় যত ঘটনা

<![CDATA[

বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। আজ ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। চলুন ইতিহাস ঘেঁটে দেখা নেয়া যাক আজকের এই দিনে কী কী ঘটেছিল।

ঘটনাবলি:
১৬৬৭ –  অওরঙ্গজেবের সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।
১৮৬০ –  ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৮৮২ –  প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।
১৯২২ –  বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৮ –  পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।
১৯২৯ –  বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৮ –  জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৩৯ –  পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ –  ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৯৩ –  ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: কোন দিকে মাথা দিয়ে ঘুমানোর কী ফল?

জন্ম:
১২০৭ –  জালালুদ্দিন রুমি, তিনি ছিলেন পারস্যের কবি।
১৪৪৪ –  ডোনাটো ব্রামান্তে, তিনি ছিলেন ইতালির প্রখ্যাত স্থাপত্য শিল্পী।
১৮৭০ –  জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।
১৯০৫ –  নেভিল ফ্রান্সিস মট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৯২৮ –  এলি ওয়িইয়েসেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত মার্কিন লেখক, অধ্যাপক ও সমাজকর্মী।
১৯৩১ –  জ্যাঁ মারি লেঁ, তিনি ছিলেন নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।  
১৯৫১ –  ব্যারি মার্শাল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিৎসক।
১৯৬২ –  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি একজন বাঙালি চলচ্চিত্র চিত্রনায়ক।
১৯৭২ –  শান্তনু মুখার্জী শান, তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক।
১৯৮৫ –  টি-পেইন, মার্কিন র‍্যাপারর, প্রযোজক ও অভিনেতা।

আরও পড়ুন: সুস্থ থাকতে সকালে উঠে খালি পেটে কী খাবেন

মৃত্যু:
১৮৭৫ –  শিক্ষাবিদ প্যারীচরণ সরকার, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।
১৯৪৩ –  রামানন্দ চট্টোপাধ্যায়ের, তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।
১৯৫৩ –  আবদুল করিম, তিনি ছিলেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক।
১৯৫৫ –  জেমস ডিন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
১৯৮৫ –  সিমন সিগ্নরেট, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী।
১৯৯০ –  প্যাট্রিক হোয়াইট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।
১৯৯৮ –  রবার্ট লুইস টেলর, তিনি ছিলেন মার্কিন লেখক।
২০০৪ –  মাইকেল রেলফ, তিনি ছিলেন ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ –  রাম্বলিন ‘টমি স্কট’, তিনি ছিলেন মার্কিন গায়ক ও গিটার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!