খেলা

৩১ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে

<![CDATA[

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এ দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

আজ ৩০ ডিসেম্বর ২০২২, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি :

১৬০০ – ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।
১৮০২ – পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
১৮২৭ – ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
১৮৩১ – কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯০৬ – চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।
১৯১৬ – রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।
১৯২৫ – রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের সপক্ষে সিংহাসন ত্যাগ করেন।
১৯২৯ – জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
১৯৪২ – স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।
১৯৪৮ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
১৯৮৩ – ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
১৯৮৭ – চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবুজাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয় ।
১৯৮৮ – পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।
১৯৮৯ – সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সঙ্গে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।
১৯৯৩ – হাংচৌ শহরে চীনের প্রথম ইলেকট্রনিক সংবাদপত্রের জন্ম হয় ।
১৯৯৬ – ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৯ – আমেরিকা পানামা খাল পানামার কাছে হস্তান্তর করে।
১৯৯৯ – রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।
২০০২ – জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু।
২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।
২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।

আরও পড়ুন: শনিবার রাজধানীতে বন্ধ থাকে যেসব মার্কেট

আজ যাদের জন্মতারিখ :

১৪৯১ – ফরাসি অভিযাত্রিক, কানাডার অন্যতম আবিষ্কারক জাক কার্তিয়ে।
১৭৩৮ – ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ।
১৮৮০ – নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল।
১৮৮৮ – বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া।
১৯১১ – চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ড. মোহম্মদ ইব্রাহিম।
১৯১৮ – শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক।
১৯৩৭ – নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণ রসায়ন বিজ্ঞানী আব্রাহাম হেরশক।
১৯৪৫ – তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড এডলম্যান।
১৯৪৮ – কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী।
১৯৫২ – কবি ত্রিদিব দস্তিদার।
১৯৮৬ – বাংলাদেশি ক্রিকেটার নাঈম ইসলাম।

আজ যাদের মৃত্যু :

১৯২১ – ইরানের স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব মীর্জা কুচাক খান জাঙ্গালী।
১৯৮৩ – প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান।
১৯৯০ – বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মণি সিংহ।
২০০৬ – বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালী ঘোষ।

দিবস :

আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান), নভি গড ইভ (রাশিয়া)
অমিসোকা (জাপান), খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!