বাংলাদেশ

৩ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

<![CDATA[

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩০৭তম (অধিবর্ষে ৩০৮তম) দিন। বছর শেষ হতে আরও ৫৮ দিন বাকি রয়েছে। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৪৯৩ – ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।

১৮৩৮ – ভারতে বহুল প্রচারিত ইংরেজি দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯০৩ – মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৮ – তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করে।

১৯৫৭ – লাইকা নামের একটি রাশিয়ার কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে পাঠানো হয়।

১৯৭৫ – বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম

কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়।

২০২০ – ৫৯তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শরীরে হাড়কে ভালো রাখে যেসব খাবার

জন্ম

১৮৬৬ – দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার।

১৮৯৭ – আবুল কালাম শামসুদ্দীন, বাংলাদেশের সাংবাদিক, রাজনীতিবিদ।

১৯১৩ – প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯১৩ – নিখিল চক্রবর্তী, খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও ভারতের প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান।

১৯১৯ – অরবিন্দ পোদ্দার, বাঙালি লেখক, অধ্যাপক ও গবেষক।

১৯৩৩ – অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ।

১৯৩৪ – রুমা গুহঠাকুরতা, বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা ও ক্যালকাটা ইয়ুথ ক্যয়ারের প্রতিষ্ঠাতা।

১৯৪০ – সনি রোডস, আমেরিকান গায়ক ও গিটার।

১৯৪৫ – গার্ড ম্যুলার, প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার।

১৯৬৪ – পাপরিকা স্টেন, ডেনিশ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।

১৯৭৩ – মৌসুমী, বাংলাদেশের একজন অভিনেত্রী

১৯৭৪ – সোনালি কুলকার্নি, তিনি ভারতীয় অভিনেত্রী।

১৯৮৯ – শুভশ্রী গাঙ্গুলী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯৫ – কেন্ডাল জেনার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

আরও পড়ুন: পান, জর্দা, গুলের নেশা ছাড়বেন যেভাবে

মৃত্যু

১৯৫৪ – আঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯৭৫ – তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম

নেতা।

১৯৭৫ – সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৭৫ – মো. মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৭৫ – আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।

১৯৭৭ – মুহম্মদ কুদরাত-এ-খুদা, বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।

১৯৭৭ – ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌, পূর্ব বাংলার প্রথম গভর্নর।

১৯৯০ – ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী।

১৯৯১ – বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক।

১৯৯৯ – ইয়ান বান্নেন, স্কটিশ অভিনেতা।

২০০৬ – মারি রুডিসিল্, আমেরিকান লেখক।

২০০৯ – আর্চি বাইরড, স্কটিশ ফুটবল খেলোয়াড়, সাংবাদিক ও শিক্ষাবিদ।

২০১৪ – গর্ডন টুলক, আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

২০১৭ – আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।

ছুটি ও অন্যান্য

জেলহত্যা দিবস (বাংলাদেশ)।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দিবস। (২ থেকে ৪ নভেম্বর)

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!