৪ দিনেও সূর্যের দেখা মেলেনি পিরোজপুরে
<![CDATA[
তিন দিনের টানা বর্ষার পর বুধবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি পিরোজপুরে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ও মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কমছে না জনদুর্ভোগ।
টানা তিন দিনের বর্ষায় শহরের বেশ কিছু রাস্তা-ঘাটে পানি থাকায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করলেও এখনও অনেক জায়গা থেকে পানি নামতে পারছে না। ফলে এসব নিম্নাঞ্চলের ফসলের ক্ষতির আশঙ্কা কৃষি বিভাগের।
পিরোজপুর সদর উপজেলার কৃষি অফিসার আরিফুর রহমান জানান, টানা তিন চার দিনের বৃষ্টিতে ধানের তেমন ক্ষতি না হলেও শাক সবজির বেশ ক্ষতি হয়েছে। এছাড়া যেসব নিচু এলাকায় পানি জমে আছে সেখানে বিভিন্ন প্রকার ফলের বাগানের ক্ষতির আশঙ্কা রয়েছে। সদরের বেশ কিছু মালটা বাগান পানিতে নিমজ্জিত থাকায় কৃষকের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে কৃষি বিভাগের পরামর্শ দ্রুত নালা কেটে দিয়ে জমি থেকে পানি অপসরণের ব্যবস্থা করলে ক্ষতির পরিমাণ কম হবে।
আরও পড়ুন: টানা বৃষ্টি ও জোয়ারে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবে মাওল জানান, দুদিন ধরে নদ-নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা আস্তে আস্তে স্বাভাবিক পর্যায় নেমে এসেছে। আবহাওয়া স্বাভাবিক হতে দু’এক দিন সময় লাগবে।
]]>




