বিনোদন

৫৮৮ কোটির বাজেট ঘোষণা মেয়র আইভীর

<![CDATA[

নতুন কোনো কর আরোপ না করে চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় নগরীর বিশিষ্টজনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে নাগরিক সমাজ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আইভী।

তিনি জানান, করোনা মহামারির কারণে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরের বাজেট ১০০ কোটি টাকা কম ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটের মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে উদ্বৃত্ত থাকবে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।

আরও পড়ুুন: হাজার কোটি টাকা বাজেট সিসিকের

মেয়র আরও জানান, এবারের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে সড়ক উন্নয়ন, বৃক্ষরোপণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। পাশাপাশি নগরীর যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়ন ও বিশুদ্ধ পানি সরবরাহ বাবদ বরাদ্দ বাড়ানো হয়েছে।

এ ছাড়া শীতলক্ষ্যা নদীকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করতে নানা উদ্যোগ নেয়ার কথাও জানান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!