৬৪ বছর পর এমন কিছু দেখল বিশ্ব
<![CDATA[
বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় সর্ব কনিষ্ঠ গোল স্কোরার বোনে গেলেন পাবলো গাভি। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর ২৩৯ দিনে বিশ্বকাপে গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে। তার ৬৪ বছর পর বুধবার (২৩ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে স্পেনের মিডফিল্ডার গাভি মাত্র ১৮ বছর ১১০ দিনে গোল করে হয়ে গেলেন ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোল স্কোরার।
এবারের স্পেনকে নিয়ে আগেভাগে কিছু বলার সুযোগ ছিলনা। লুইস এনরিকে যখন বিশ্বকাপের দল ঘোষণা করেছেন, তখন তার উপর সবার ক্ষোভে ফুঁসে উঠেছিলো। রামোস, ডে গিয়া, জেরার্ড মোরেনো না থাকায় অনেকেই বলেছেন এবারের বিশ্বকাপের পরই ছাটাই হতে যাচ্ছেন এনরিকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্পেন যা করে দেখাল, তা দেখে এখন আর এনরিকেকে দুষতে পারবেনা কেউ। তার বাছাইকৃত দলটি যে এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল তা বলা বাহুল্য।
কোস্টারিকার বিপক্ষে স্পেনের খেলা দেখে তো মনে হচ্ছিলো, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনা যেভাবে খেলত তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই ম্যাচে। আর এমন খেলা উপহার দেয়ার পেছনে সবার চেয়ে একটু এগিয়েই থাকবেন দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় পাবলো গাভি। কোস্টারিকাকে ৭-০ গোলের বিধ্বস্ত করা ম্যাচের পঞ্চম গোলটি করেছেন এই বার্সা খেলোয়াড়।
আরও পড়ুন: ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন কোর্তোয়া
৭৪ মিনিটে গোল করার সঙ্গে সঙ্গেই বোনে যান ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোল স্কোরার। ১৯৫৮ সালে পেলের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করেছিলেন।
পেলে সে রেকর্ড ভেঙেছিলেন ১৯৩০ সালে করা মেক্সিকোর খেলোয়াড় রোসার রেকর্ডটি। ১৯৫৮ আসরে কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেছিলেন পেলে। তার ৬৪ বছর পর পেলের ধারে কাছে কেউ জেতে পারল। ১৯৯৮ সালের বিশ্বকাপে ইংলিশ ফরোয়ার্ড মাইকেল ওয়েন মাত্র ১৮ বছর ১৯০ দিনে গোল করেছিলেন, যা বিশ্বকাপের এই তালিকায় চতুর্থ।
]]>




