৮ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
<![CDATA[
আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের পর বুধবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।
এর আগে গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর যাচ্ছিল।
আরও পড়ুন: বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছলে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
বিষয়টি পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। বুধবার সকালে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মেরামত শুরু করে। পরে সকাল সোয়া ৮টার দিকে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক শহীদুল্লাহ হিরো বলেন, সকাল সোয়া ৮টার দিকে মালবাহী ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
]]>




