পাকিস্তানের ভাগ্য ঝুলছে বাংলাদেশ-ভারতের ওপর
<![CDATA[
অঘটনের বিশ্বকাপে এবার শিকার পাকিস্তান। টানা দুই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় বাবর আজম বাহিনী। তবে এখনো সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে তাদের। যদিও সেটা প্রায় অসম্ভবের কাতারেই পড়ে। এজন্য তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও ভারতের দিকে।
দ্বিতীয় ম্যাচের পরে বদলে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২-এর ছবি। প্রথম ম্যাচের পরে শীর্ষে ছিল বাংলাদেশ। এক ম্যাচ পরে সেই বাংলাদেশ এক ধাক্কায় নেমে গেছে চার নম্বরে। দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারের ধাক্কা সামলাতে পারল না টাইগাররা। গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের কাছে হেরে পাঁচ নম্বরে পাকিস্তান। জিম্বাবুয়ে আছে তিন নম্বরে। অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে ভারত।
দুটি ম্যাচ হেরে এখন কোনঠাসা পাকিস্তান। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডসকে হারাতেই হবে বাবর আজমদের। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৬। তারপর কাজে আসবে অংক। তবে বাকি তিনটির মধ্যে একটি ম্যাচে হারলেও দেশে ফেরার টিকিট কাটতে হবে বাবরদের।
আরও পড়ুন: যে কারণে বিশ্বকাপের ম্যাচেও উত্তাপ নেই ঢাকায়
এক্ষেত্রে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের জয় চাইবে পাকিস্তান। সেটা যদি হয়, তাহলে ‘সুপার ১২’ পর্যায়ের শেষে টেম্বা বাভুমাদের পয়েন্ট দাঁড়াবে পাঁচ। তবে সেখানেই বাবরদের প্রার্থনায় ইতি পড়বে না। জিম্বাবুয়েকে পয়েন্ট খোয়াতে হবে। ভারতের বিপক্ষে হারবে ধরলেও, জিম্বাবুয়ের সর্বোচ্চ পয়েন্ট সাত হতে পারে। তাই বাংলাদেশ বা নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিম্বাবুয়েকে হারতেই হবে। সেক্ষেত্রে ক্রেগ আরভিনদের পয়েন্ট পাঁচের বেশি হবে না।
আরও পড়ুন: ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও ধরছে একই ভূতে!
সেমিফাইনালে ওঠার জন্য শুধু ভারত নয়, বাংলাদেশের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে পাকিস্তানকে। বাংলাদেশের তিনটি ম্যাচ (ভারত, পাকিস্তান এবং জিম্বাবুয়ের সঙ্গে) বাকি রয়েছে। পাকিস্তান চাইবে, ভারতের বিপক্ষে পরাজয় এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাক বাংলাদেশ। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে হারলে জিম্বাবুয়ের পয়েন্ট হবে পাঁচ। আর টাইগাররা থাকবে চার পয়েন্টে। তখন দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠতে পারবে পাকিস্তান।
]]>




