দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টানার হুমকি পুতিনের
<![CDATA[
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চিরতরে শেষ করার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়ল। এর মধ্যেই শুক্রবার (২৮ অক্টোবর) আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
১২ দিন ধরে সামরিক মহড়া চালিয়ে আসছে দক্ষিণ কোরিয়া। এ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন সেনারাও। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তারা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তর কোরিয়াকে সতর্ক করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। শুক্রবার শেষ হচ্ছে ‘হোগুক’ নামের এই মহড়া।
এদিকে বৃহস্পতিবার মস্কোতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পুতিন বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি দুই কোরিয়ার মধ্যে শান্তি ফেরাতে আলোচনার উদ্যোগ নিতে। কিন্তু এখন জানতে পারছি, দক্ষিণ কোরিয়া ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। তাদের মস্কোবিরোধী এমন সিদ্ধান্ত উভয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ককে চিরতরে শেষ করে দিতে পারে।’
আরও পড়ুন: আসন্ন দশক হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের চেয়েও বিপজ্জনক: পুতিন
রুশ প্রেসিডেন্টের এমন হুমকির পরপরই নড়েচড়ে বসেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট উন সুক ইয়ল দাবি করেন, ইউক্রেনে কোনো অস্ত্র সরবরাহ করছে না সিউল।
তিনি বলেন, ‘ইউক্রেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় যে মানবিক উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। দেশটিতে কোনো অস্ত্র আমরা সরবরাহ করছি না।’ বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার সঙ্গেও দক্ষিণ কোরিয়া সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেও জানান প্রেসিডেন্ট উন সুক ইয়ল।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়ার শেষ দিন ভোরে আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সিউলের দাবি, পূর্ব উপকূল থেকে স্বল্পমাত্রার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।
]]>




