বাংলাদেশ

ভারতেও ডেঙ্গুর হানা, ভাঙতে পারে আক্রান্তের রেকর্ড

<![CDATA[

ভারতের মহারাষ্ট্র, দিল্লি ও পাঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্রমেই বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। গত এক সপ্তাহেই পশ্চিমবঙ্গে সাত হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এভাবে আক্রান্ত বাড়তে থাকলে ২০১৯ সালের রেকর্ড ভাঙতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ভারতজুড়ে প্রায় সারা বছরই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চালানো হয় নানা রকম কর্মসূচি। এর মধ্যে জনসচেতনাতামূলক কর্মসূচি অন্যতম। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। 

মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যে এবার ডেঙ্গু ছড়াচ্ছে দাবানলের মতো। তবে বাকি রাজ্যগুলোকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ।

রাজ্যটিতে এখন পর্যন্ত বেসরকারি হিসাবে প্রায় ৫০ হাজারের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। শুধু গত এক সপ্তাহে এ সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৪০ জনের।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪০

রাজ্যের ডেঙ্গু প্রভাবিত জেলার মধ্যে কলকাতা তৃতীয় আর উত্তর চচ্চিশপরগনা প্রথম। সমাজের সচেতন মহল বলছে, শুধু সরকার নয়, এডিস নির্মূল করতে হলে আগে প্রয়োজন নাগরিকদের সচেতনতা। 

তবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!