আটোয়ারী সীমান্তে শুটার গানসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার
<![CDATA[
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অবৈধ দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পঞ্চগড় ১৮ বিজিবির সদস্যরা।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ ছেপড়াঝাড় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটোয়ারী উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় নামক সীমান্ত এলাকায় বোধগাঁও বিওপির টহলরত সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় অবৈধ দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি ও ১টি ফোন পড়ে থাকতে দেখে উদ্ধার করে।
আরও পড়ুন: নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেফতার
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি বিজিবি সদস্যরা সাধারণ ডায়েরি করে শুক্রবার গভীর রাতেই থানায় হস্তান্তর করেছে।
]]>