ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারায় বিদ্যুৎস্পর্শে আনিস ভূঁইয়া (২০) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি মারা গেছেন।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘাটিয়ারা আলিম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
আনিস ভূঁইয়া বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির সাহাব উদ্দিন ভূঁইয়ার ছেলে।
ঘাটিয়ারা আলিম মাদ্রাসার শিক্ষক আল আমিন জানান, বেশ কয়েকদিন ধরে মাদ্রাসার ছাদের উন্নয়ন কাজ চলছিল। শনিবার মাদ্রাসার জানালার গ্রিলের এঙ্গেল ছাদে তুলছিলেন আনিস। এ সময় মাদ্রাসার ছাদের উপরে ঝুলে থাকা বিদ্যুতের লাইনে অসাবধানতাবশত লোহার এঙ্গেলটি লেগে যায়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন আনিস। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
]]>




