বিনোদন

বালুভর্তি ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

<![CDATA[

রাজশাহীর পবায় বালুভর্তি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মদনহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগমারা থানার চান্দেরআড়া এলাকার রঘুনাথের ছেলে রমেশ (৪৫) ও লাউপাড়া এলাকার পরেশের ছেলে আলাল (৪৫)। আলাল এলাকায় লোকাল একটি এনজিও চালাতেন ও রমেশ গরুর ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, আহত স্বামী-সন্তান

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, রাজশাহী থেকে বাগমারা যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী।  মহাসড়কের মদনহাটি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!