খেলা

মোটরসাইকেলে ৭৩ লাখ টাকা স্বর্ণের বার, একজন আটক

<![CDATA[

যশোরের শার্শা থানার গোগা সীমান্তের কাছে বিশেষ অভিযান চালিয়ে এক কেজির বেশি ওজনের ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় গোগা বিওপি। পরে দক্ষিণ গাজীপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সেখান থেকে পাচারে জাড়িত থাকার অভিযোগে কাউছার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি শার্শা উপজেলার দাদখালী গ্রামে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেয়া দলটি ওই এলাকায় তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখছিল। এ সময় কাউছার আলীকে সন্দেহজনকভাবে থামায় এবং মোটরসাইকেলে তল্লাশি চালায়। একপর্যায়ে বিজিবি টহলদল মোটরসাইকেলের বামপাশের এয়ার ফিল্টারের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১.০৫১ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: সাইবার অপরাধ প্রতিরোধে ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৩ লাখ ৪০ হাজার টাকার বেশি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরে আটক ওই ব্যক্তি চোরাচালানের কথা স্বীকার করেছেন। তার বরাতে আরও বলা হয়, তিনি স্বর্ণের বারগুলো যশোর জেলার বাগআচড়া নামক স্থান হতে অজ্ঞাতনামা জনৈক এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে যশোরের গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!