খেলা

পিরোজপুরে হাসপাতালে আরও ১৪ ডেঙ্গু রোগী

<![CDATA[

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৪ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭ জন।

রোববার (৩০ অক্টোবর) সকালে যশোর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮৫ জন। যাদের অধিকাংশেরই বাড়ি পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলায়।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ২৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪৮ জন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন। আক্রান্ত রোগীর অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে সরকার: তাজুল ইসলাম

তিনি আরও বলেন, জ্বর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যাতে না হয়, সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সিভিল সার্জন ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!