চাঁপাইনবাবগঞ্জে পত্রিকা অফিসে ককটেল হামলা অভিযোগ
<![CDATA[
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে শহরের পাঠানপাড়া এলাকায় অবস্থিত পত্রিকা অফিসটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, খবর পেয়ে রোববার (৩০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ।
চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন জানান, শনিবার পত্রিকার কাজ শেষ করে তিনিসহ প্রত্রিকায় কর্মরত সকলে রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে বেরিয়ে যান। পরে নৈশপ্রহরীর মাধ্যমে হামলার বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, ‘শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি ককটেল ছিল কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।’
]]>




