পচা মরিচে রং দিয়ে তৈরি হচ্ছিল মরিচের গুড়া, জব্দ ২ টন
<![CDATA[
মৌলভীবাজারে পচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুড়া মরিচ তৈরি ও বাজারজাত করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার (৩০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
এ সময় প্রায় ২ টন ভেজাল মরিচের গুড়া জব্দ করা হয়। পাশাপাশি কারখানার মালিক আতিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পঁচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি ও বাজারজাত করে আসছিল। খবর পেয়ে রোববার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালায়। এতে প্রায় ২ টন পঁচা মরিচ জব্দ করা হয়।
আরও পড়ুন : স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রড পড়ে ছাত্রীর মৃত্যু
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা সহাকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।
]]>




