ম্যাচ হেরেও যে রেকর্ড গড়লেন কোহলি-রোহিত
<![CDATA[
ম্যাচ হারলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানের পাতায় নিজেদের নাম চিরস্মরণীয় করে রাখলেন ভারতের দুই ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন টিম ইন্ডিয়ার অধিনায়কের দখলে। আর সবচেয়ে কম ম্যাচ খেলে হাজার রান পূরণ করেছেন কোহলি। তবে, এবারের আসরে বল হাতে জ্বলে না উঠলেও, উইকেট শিকারির তালিকায় এখনও নিজের নাম সবার ওপরে রেখেছেন সাকিব আল হাসান।
প্রথম আসরেই শিরোপা জেতা দলটা, আর কখনো যেতে পারেনি ট্রফির কাছাকাছি। টিম ইন্ডিয়া। একটার পর একটা আসর যায়, আর হাহাকার বাড়ে ব্লু শিবিরে। পুরো আসর দুর্দান্ত খেললেও, কীভাবে যেন শেষ সময়ে এসে পা পিছলে যায় তাদের। শেষ আসরে তো চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের ক্ষতটাই সামাল দিতে পারেনি। তবে, এবার বিষয়টা আলাদা।
শুরু থেকেই উড়ছে টিম ইন্ডিয়া। যদিও, আফ্রিকার কোয়ালিটি পেসের সামনে মুখ থুবড়ে পড়েছে তাদের অজেয় ব্যাটিং লাইনআপ। কিন্তু সেটাকে দুর্ঘটনা বলেই মানছেন রাহুল দ্রাবিড়। তবে, টিম ভালো না করলেও, এ ম্যাচ দিয়ে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার, বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
আরও পড়ুন: বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার এতদিন ছিলেন শ্রীলঙ্কার তিলকারাত্নে দিলশান। তার ম্যাচ সংখ্যা ছিল ৩৫। ৩৪টি করে আছে বাংলাদেশের সাকিব আল হাসান, উইন্ডিজের ডোয়াইন ব্রাভো, পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং শোয়েব মালিকের। এবার সবাইকে টপকে ৩৬টি ম্যাচ খেলে ফেললেন রোহিত শর্মা। ২০০৭ থেকে সব কটি বিশ্বকাপেই নীল জার্সিতে ছিলেন এই ব্যাটার।
সবগুলো বিশ্বকাপ না খেললেও, রানের পাহাড়ে উঠা থামানো যায়নি বিরাট কোহলির। লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের ৩১ ম্যাচে করা ১০১৬ এখনও বিশ্বকাপে কোন ব্যাটারের সর্বোচ্চ রান। তবে, এবার সে অর্জনে ভাগ বসাতে এগিয়ে এসেছেন কোহলি। মাত্র ২৪ ম্যাচেই হাজার রান পূরণ করে ফেলেছেন এই সুপারস্টার। স্ট্রাইক রেট ১৩০ এর বেশি। তার পিছু পিছু আছেন রোহিত শর্মাও। ৩৬ ম্যাচ খেলা এই ব্যাটারের রান ৯১৯।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে ফের লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান!
উইকেট শিকারে অবশ্য নিজের নামটাকেই সবার ওপরে রেখেছেন সাকিব আল হাসান। এই আসরে বল হাতে নামের প্রতি সুবিচার করতে না পারলেও, ৩১ ম্যাচে তার নেয়া ৪২ উইকেট এখনো শীর্ষে। বর্তমানে খেলা কোনো বোলারই নেই তার আশেপাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১২৫ উইকেট নিয়ে তিনিই ছিলেন সবার ওপরে। কিন্তু, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে উইকেট নিয়ে সাকিবকে টপকে গেছে টিম সাউদি। ১২৬ উইকেট দখলে আছে এখন এই কিউই পেসারের।
]]>