বাংলাদেশ
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
<![CDATA[
রাজধানীর মুগদা পূর্ব মানিকনগরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে পুলিশ।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, খবর পেয়ে রাতেই ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব মানিকনগরে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবনের আসামি ১০ বছর পর গ্রেফতার
তিনি আরও জানান, কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে।
]]>