টুইটার কেনার পর এবার ইলন মাস্কের চমক ‘সুপার অ্যাপ’
<![CDATA[
এবার একটি ‘সুপার অ্যাপ’ তৈরি করতে চান ইলন মাস্ক। যার নাম দিয়েছেন ‘এভরিথিং অ্যাপ’। বিষয়টি বাস্তবে রূপ দিতেই ৪৪ বিলিয়ন ডলার খরচ করে তিনি কিনেছেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে। এমনটা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জানা গেছে, ইলন মাস্কের এই সুপার অ্যাপ এমন এক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন হবে, যার মধ্যে থাকবে মেসেজিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন লেনদেন, ই-কমার্সে কেনাকাটাসহ নিত্যদিনের সব প্রয়োজনের সমাধান।
গত মাসে করা এক টুইটে বিষয়টি পরিষ্কার করেছিলেন মাস্ক নিজেই। সেখানে বলেছিলেন, তিনি এমন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করছেন, যেটি দিয়ে সব অ্যাপের কাজ করা যাবে। সেই পরিকল্পনার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতেই তিনি টুইটার কিনেছেন।
সম্প্রতি নানা নাটকীয়তার পর শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ইলন মাস্ক। এর মধ্যেই তার ভক্ত অনুরাগীদের মাঝে সাড়া জাগিয়েছে তার এই সুপার অ্যাপের পরিকল্পনা।
অবশ্য এই সুপার অ্যাপের এই ধারণা নিয়ে শুধু মাস্ক একাই কাজ করছেন না। সারা বিশ্বের অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও দীর্ঘদিন ধরেই এমন একটি অ্যাপ বানানোর চেষ্টা করছে।
আরও পড়ুন : টুইটারে একাই খেলবেন ইলন মাস্ক!
এর আগে স্ন্যাপচ্যাটের মূল কোম্পানি স্ন্যাপ অনলাইনে পেমেন্ট সুবিধা চালু করেছিল, যেটির নাম ছিল ‘স্ন্যাপক্যাশ’। কিন্তু ২০১৮ সালে সেটা বন্ধ হয়। তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম ম্যাসেজিং অপশনের বাইরে ই-কমার্স সুবিধা চালু করার চেষ্টা করছে বলে জানা গেছে।
জানা গেছে এই সুপার অ্যাপ হবে এমন একটি অ্যাপ, যেটি ব্যবহার করে মানুষ বার্তা আদান-প্রদান, সোশ্যাল নেটওয়ার্কিং, অনলাইনে অর্থ লেনদেন, ই-কমার্স সাইটে কেনাকাটা থেকে শুরু করে সবকিছু করতে পারবেন।
অবশ্য ইতোমধ্যেই উইচ্যাট নামের এই ধরনের একটি অ্যাপ চালু রয়েছে চীনে। অ্যাপটি দেশটিতে ব্যাপক জনপ্রিয়। এর ব্যবহারকারী ১০০ কোটিও বেশি।
উইচ্যাট চীনের মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় সবার মোবাইল ফোনেই এই অ্যাপ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার ছাড়াও এই অ্যাপ এর মাধ্যমে ট্যাক্সি ক্যাব ভাড়া করা, টাকা লেনদেন, শপিং মলে কেনাকাটা করা যায়।
আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধের ফায়দা লুটছে পশ্চিমা তেল কোম্পানি
সিঙ্গাপুরের তৈরি ‘গ্র্যাব’ নামের একটি অ্যাপও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে দারুণ জনপ্রিয়। এই অ্যাপ ব্যবহার করে খাবার কেনাকাটা করা ও ডেলিভারি দেওয়া, যানবাহন ভাড়া করা, অন-ডিমান্ড প্যাকেজ ডেলিভারি ও অনলাইনে আর্থিক লেনদেন করা যায়।
মূলত চীনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এ ধরনের অ্যাপের সাফল্যই মাস্ককে সুপার অ্যাপ তৈরির ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত জুনে টুইটার ব্যবহারকারীদের সঙ্গে একটি প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে ইলন মাস্ক বলেছিলেন, ‘এশিয়ার বাইরে উইচ্যাটের সমতুল্য আর কোনো সুপার অ্যাপ নেই।’
টুইটারে আরও নতুন নতুন পরিষেবা যোগ করার মাধ্যমে মাস্ক সম্ভবত তার স্বপ্নের অ্যাপের দিকে এগিয়ে যাবেন। টুইটারে প্রাথমিকভাবে অনলাইন পেমেন্ট যোগ করার পরিকল্পনা করছেন মাস্ক।
]]>




