নড়াইলে ২ দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু
<![CDATA[
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। বাংলা একাডেমির প্রকল্প অনুযায়ী দেশের ১৯ জেলায় নেয়া কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ নভেম্বর) জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের সাহিত্য-সংস্কৃতিকে জাগিয়ে তুলে জাতীয় পর্যায়ের সাহিত্যাঙ্গনের সমৃদ্ধি বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, বাংলা একাডেমির উপপরিচালক ইমরুল ইউসুফসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধান, কবি-সাহিত্যিক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিক এতে অংশ নেন। শোভাযাত্রাটি জেলার প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: বই পড়লে পুরস্কার দেবে বিশ্বসাহিত্য কেন্দ্র
শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য মেলার আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশ ও জাতীর কল্যাণকামী গণমুখী সাহিত্য-সংস্কৃতিচর্চায় অধিক মনোনিবেশ করতে কবি-সাহিত্যিকদের আহ্বান জানান। পরে বাংলা একাডেমির উপপরিচালক ইমরুল ইউসুফ ও চারণ কবি অধ্যক্ষ রওশন আলীর প্রশিক্ষণ কর্মশালায় দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন। কর্মশালার মূল লক্ষ্য সাহিত্যচর্চায় দক্ষতা বাড়ানো।
সবশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
]]>