শ্রীমঙ্গলে সড়কে ১৩ ফুট লম্বা অজগর
<![CDATA[
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগরটি মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের উপর গড়াগড়ি করছিল।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় লোকজন সাপটিকে দেখতে পায়। তবে সাপটি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়নি।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, শ্রীমঙ্গলের ইছবপুর থেকে স্থানীয়রা ফোন দিয়ে জানায়, বিশাল আকৃতির একটি অজগর সাপ শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে উপর গড়াগড়ি করছে। এটিকে কোনোভাবে সরানো যাচ্ছে না। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন : মুরগির খোপে ১১ ফুট লম্বা অজগর, ক্ষতিপূরণ দেবে বন বিভাগ
এ খবর শুনে রাতেই স্বপন দেব সজল ছুটে যান ঘটনাস্থলে। লোকজনের সহায়তায় অনেক কষ্টে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের কাছে অজগরটিকে হস্তান্তর করা হয়। বন বিভাগ রাতেই অজগরটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করে দেয়।
স্বপন দেব সজল আরও জানিয়েছেন, খাদ্য সংকট দেখা দেয়াতে জঙ্গল থেকে বন্য প্রাণীরা লোকালয়ে বেড়িয়ে পড়ছে।
]]>




