ফেনী ছাত্রদলের দুই বছরের কমিটি চলছে চার বছর
নিজস্ব প্রতিনিধি :
প্রায় ৪ বছর হতে চললেও ফেনীতে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের এখন পর্যন্ত নতুন কমিটি হয়নি। সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে দুই বছর পর পর কমিটি করার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না। এতে করে পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
সংগঠন সূত্র জানায়, ২০১৮ সালের ১৬ জুলাই সর্বশেষ ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এর একমাস পর ২২ অক্টোবর পূর্ণাঙ্গ করা হয়। কমিটিতে ৩৯৬ জনকে পদ দেয়া হয়। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান অনুমোদিত ওই কমিটিতে সালাহউদ্দিন মামুনকে সভাপতি ও মোরশেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মামুন ২০০২ সালে আর মোরশেদ ২০০০ সালে এসএসসি পাস করেন।
সূত্র আরো জানায়, মামুন-মোরশেদ ছাড়াও সুপার ফাইভে থাকা সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ বিয়ে করে সংসারি হয়েছেন। অন্য নেতাদের মধ্যে সহ-সভাপতি নিজাম উদ্দিন সোহাগ বর্তমানে পৌর যুবদলের সদস্য সচিব, নাসির উদ্দিন মানিক সদস্য, আবুল খায়ের লিটন পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক, আবু জাফর চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী লাকী ছাগলনাইয়া উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক, আব্বাস পাটোয়ারী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক। অপর সহ-সভাপতি নাসির উদ্দিন মানিক, মঈনুল হোসেন জ্যাকসন, ওসমান গনি মাহফুজ, বাপ্পা খোন্দকার, যুগ্ম-সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আলমগীর হোসেন, আলাউদ্দিন রুমন, কফিল উদ্দিন পাটোয়ারী, গোলাম মোর্শেদ শুভ, আকরাম হোসেন চৌধুরী রাসেল বিবাহিত। প্রচার সম্পাদক করিমুল হক সুমন ফ্রান্সে পাড়ি দিয়েছেন।
ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বলছেন, বয়স নির্ধারণ না করেই নিয়মিত ছাত্রদের বাদ দিয়ে তুলনামূলক বয়স্কদের দিয়ে কমিটি করায় সংগঠনে গতি আসছেনা। রাজনৈতিক কর্মসূচী ছাড়া সাংগঠনিক কর্মসূচীও দীর্ঘদিন নেই। ফলে সংগঠনের শুভাকাঙ্খী নিয়মিত ছাত্ররা উদ্দীপনা হারিয়ে ফেলছেন।
তারা আরো বলেন, নিয়মিত কমিটি না হওয়ায় নেতৃত্বে জট তৈরি হয়েছে। এতে করে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নতুন নেতৃত্বের জন্য ছাত্রদলের নেতৃত্ব নিয়মিত ছাত্রদের হাতে তুলে দেয়ার দাবী জানান অনেকেই।
জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাহউদ্দিন মামুন ফেনীর সময় কে জানান, “নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর থেকে ফেনী জেলা কমিটি নিয়ে এখনো আলোচনা হয়নি।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ফেনীর সময় কে জানান, “জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়টি অনেকদিন থেকেই আলোচনা রয়েছে। রাজনৈতিক কর্মসূচীর কারণে কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্বও বিকশিত হবে।”
এ প্রসঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ফেনীর সময় কে বলেন, “কমিটি গঠনের বিষয়ে উদ্যোগ রয়েছে। আশা করছি আগামী প্রতিষ্ঠাবার্ষিকী জানুয়রির আগেই প্রকৃত ছাত্রদের নেতৃত্বে এনে নতুন কমিটি দেয়া হবে।”