খেলা

হামলার পর মাথায় আঘাত, হাসপাতালে বিচারপতি মানিক

<![CDATA[

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এ বিষয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক গণমাধ্যমকে বলেন, ‘হামলায় মাথায় আঘাত পেয়েছি। তারপর থেকে মাথায় প্রচুর ব্যথা করছে। ডাক্তাররা সবাই বলছিলেন এমআরআই করতে। তাই আমি ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছি।’

তিনি বলেন, ‘ডাক্তাররা অবজারভেশনে থাকতে বলেছেন। তাই হাসপাতালে ভর্তি হওয়া। এমআরআই করানোর প্রস্তুতি চলছে।’

বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একটি মিছিল থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা চালানো হয়। এসময় মানিকের গাড়ি ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: বিচারপতি মানিকের ওপর হামলা, ফখরুল-রিজভীর বিরুদ্ধে মামলা

এ ঘটনায় তার গানম্যান রফিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রফিক বলেন, ‘পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে স্যারের গাড়ির ওপর হামলা হয়। শুধু গাড়িতেই নয়, স্যারের ওপর, তার গাড়িচালক ও আমার ওপরও হামলা হয়।’ বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বলেন, রফিক থানায় এসে জানিয়েছে, একটি মিছিল থেকে তাদের গাড়িতে হামলা হয়েছে। উনি (বিচারপতি মানিক) একটা প্রোগ্রামে আছেন। সেখান থেকে থানায় আসার কথা রয়েছে তার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!