খেলা

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ: ধর্মপ্রতিমন্ত্রী

<![CDATA[

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এ শিল্পের উন্নয়নে সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদে (কাঁসারী পাড়া) পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাধ্যমে বাস্তবায়িত ‘কাঁসা শিল্প উন্নয়ন প্রকল্পের’ পক্ষ থেকে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ ও কমন সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, প্রায় অবলুপ্ত এই শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কারিগরদের জীবন মান উন্নত হবে, ব্যবসা সফল হবে এবং ঐতিহ্যবাহী শিল্প টিকে থাকবে। এ কাজে এগিয়ে আসায় ইএসডিও এবং পিকেএসএফকে ধন্যবাদ জানান।

 

আরও পড়ুন:  সৈয়দপুরে আবাদ হচ্ছে চীনের ‘ব্ল্যাক রাইস’

তিনি বলেন, কাঁসার তৈজসপত্র উপহার সামগ্রী হিসেবে প্রচলনের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহকে যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের পণ্যসামগ্রীকে দেশে-বিদেশে আরও জনপ্রিয় করে তুলতে এর প্রচার প্রসারে গণমাধ্যম কর্মীদের আহবান জানান প্রতিমন্ত্রী।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা দেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, বাংলাদেশ আওয়ামী ইসলাম পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস ছালাম প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!