বিনোদন

আমির খান কত পারিশ্রমিক নেন?

<![CDATA[

অভিনয়প্রতিভা তার রক্তেই ছিল। বর্তমানে দুনিয়াজুড়ে এই অভিনেতার খ‍্যাতি। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। বলছি, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কথা।

এই যে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন আমির, তার পারিশ্রমিক কত হতে পারে তা নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। বর্তমানে প্রতিটি ছবির জন‍্য আমির খান পারিশ্রমিক নেন ৬০-৭০ কোটি রুপি। কিন্তু আসল সত‍্যটা কি জানেন, কোনো মুভির জন‍্যই তিনি একটি পয়সাও নেন না, একেবারে বিনে পয়সায় তিনি প্রতিটি সিনমায় অভিনয় করেন। কিন্তু ছবিটি মুক্তির পর যখন সব খরচ চুকিয়ে মূলধন ফিরে আসে প্রযোজকের হাতে, তখনই তিনি ছবির লভ‍্যাংশের একটি বড় পার্সেন্টেজ নেন। আর যদি কোনো ছবি মূলধন ওঠাতে ব‍্যর্থ হয়, তাহলে কোনো পয়সাই নেন না আমির খান।

এখন আমিরের জন‍্য পাগল বিশ্বের লক্ষ‍ লক্ষ‍ মেয়ে। অথচ যেই মেয়েটিকে তার প্রথম ভালো লেগেছিল, সেই মেয়েটিকে তিনি কখনো বলতেই পারেননি তার ভালোলাগার কথা। প্রথম যে মেয়েটিকে তিনি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, সেই মেয়েটি তাকে অবলীলায় প্রত্যাখ্যান করেছিল। এভাবে প্রত‍্যাখ‍্যান করেছিল আরও দুটি মেয়ে। চারবারের মাথায় রক্ত দিয়ে প্রেমপত্র লিখে ঘায়েল করেছিলেন প্রতিবেশী রীনা দত্তকে, যাকে তিনি একুশ বছর বয়সে গোপনে বিয়ে করেন। এরপর ২০০২ সালে তাদের বিচ্ছেদের পর ২০০৫ সালে বিয়ে করেছিলেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার সংসার ভেঙে যায়।

আরও পড়ুন: প্রথমবার মেয়ের নির্দেশনায় রজনীকান্ত

মিডিয়া জগতের বাইরেও আমির খান সমাজের বিভিন্ন সমস‍্যা নিয়ে কাজ করেন। ২০১৩ সালে তিনি মাকে নিয়ে মক্কায় যান হজ করতে। আর ২০১৫ সাল থেকে তিনি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে সবজি খাওয়া শুরু করেন। শিশুদের পুষ্টিহীনতা রোধের ব‍্যাপারে মানুষকে সচেতন করার জন‍্য তাকে ইউনিসেফের দূত হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন: হবু বরকে প্রথম সামনে আনলেন অভিনেত্রী হংসিকা

২০১৩ সালে টাইম ম‍্যাগাজিনের প্রচ্ছদে দেখা যায় তার মুখ, বিশ্বখ‍্যাত এই ম‍্যাগাজিনে আমির খানকে রাখা হয় বিশ্বের সেরা ১০০ ব‍্যক্তির তালিকায়। প্রচারবিমুখ এই অভিনেতার ঝুলিতে বহু পুরস্কার থাকলেও কখনো কোনো পুরস্কার প্রদান অনুষ্ঠানে যান না তিনি। বিশ্লেষকদের মতে, ভারতীয় চলচ্চিত্র জগতে আমির খানের মতো অভিনেতা আর আসেনি।

 

সূত্র: পিঙ্কভিলা

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!