খেলা

আইসিসি ইভেন্টে বাড়তি সুবিধা পায় ভারত: পাইলট

<![CDATA[

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশ বলেই আইসিসি ইভেন্টে কিছুটা হলেও বাড়তি সুবিধা পায় ভারত। টুর্নামেন্টে তাদের টিকে থাকা যেমন একদিকে জৌলুস বাড়ায়, তেমনি আর্থিকভাবেও লাভবান হয় আইসিসি। তবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এই দ্বিমুখী আচরণ খেলাটির জনপ্রিয়তা কমাচ্ছে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি আরও বলেন, মাঠের খেলায় বিরাট কোহলির নিজেকে আরও সংশোধন করা উচিত।

ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তাপ চলছেই। প্রতিবারের মতো বুধবারও (২ নভেম্বর) ম্যাচ ঘিরেও বিতর্কও পিছু ছাড়েনি। গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন সাবেকরাও।

অবশ্য আইসিসি ইভেন্টে ভারতের সুবিধা পাওয়ার উদাহরণ এবারই প্রথম নয়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডটির নামের পাশে প্রতি আসরেই কিছু না কিছু প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড জুড়ে বসে। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে ও আর্থিক দিক বিবেচনাতেই ভারত এসব সুবিধা পায় বলে মত সাবেকদের।

সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘ভারত যদি ফাইনাল খেলায় না যায়, তবে তাদের মার্কেট ভেলু নেমে যায়। আর তখন আয়োজকদের জন্য একটা বিশাল ক্ষতি। তাই কিছুটা সুযোগ-সুবিধা ভারত অবশ্যই পায়। অলিখিতভাবেই সেটা তারা পায়। কিন্তু আমার কাছে মনে হয়, খেলার জায়গায় খেলার মতো থাকা উচিত। ফুটবলের ক্ষেত্রে ফিফা কিন্তু কাউকে ছাড় দেয় না। তাই আমি মনে করি, আইসিসিতেও এমনই হওয়া উচিত।’

আরও পড়ুন: ‘ভারতকে সেমিফাইনালে তুলতে চায় আইসিসি’

সমালোচনা যতটা ভারতকে ঘিরে, তার চেয়েও বেশি সমালোচনা বিরাট কোহলির নামের পাশে। ভারতীয় এই ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই প্রভাব ফেলেন আম্পায়ারের সিদ্ধান্তে। তবে এতকিছুর পরও জবাবদিহিতার ঊর্ধ্বে এই কিংবদন্তি ক্রিকেটার। পাইলট মনে করেন, এসব বিষয়ে ব্যক্তি কোহলির শোধরানো উচিত নিজেকে।

তিনি বলেন, ‘বিরাট কোহলি হয়ত অনেক বড় খেলোয়াড় হতে পারে, কিন্তু কিছু জায়গায় শচীন টেন্ডুলকারের জায়গায় না, কিছু জায়গায় ব্রায়ান লারার জায়গায় না। কিছু কিছু খেলোয়াড়কে মানুষ আলাদাভাবে মনে রাখে। আচরণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মাঠে ভালো পারফর্মার হলেই হবে না, দর্শককে কতটা সম্মান করা হচ্ছে, প্রতিপক্ষকে কতটা সমীহ করা হচ্ছে- সেই জায়গাটাও অনেক গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: অ্যাডিলেডে টাইগারদের ছুটির আমেজ

ক্রিকেটের জনপ্রিয়তার দিক বিবেচনা করে হলেও বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আইসিসির এসব বিষয়ে নিরপেক্ষ ভূমিকা রাখা উচিত বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!