সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেডে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। সেমির টিকিট কাটতে হলে নিউজিল্যান্ডের এই ম্যাচটি জিততেই হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
দুই দলের জন্যই সেমির টিকিট পাওয়া সম্ভব। তবে নিউজিল্যান্ড এখানে অনেক এগিয়ে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে উইলিয়ামসনের দল। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আয়ারল্যান্ড। এই ম্যাচটি কোনোভাবে জিতলেই সেমিতে পা দেবে নিউজিল্যান্ড। তবে আয়ারল্যান্ডের এই ম্যাচটি জিততে হবে বিশাল ব্যবধানে। পাশাপাশি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচের ফলও তাদের পক্ষে জেতে হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বাঁচামরার ম্যাচ, অঘটনের স্বপ্ন আফগানদের
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ খেলে সব কটিতেই জিতেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালের বিশ্বকাপে দেখা হয়েছিল দুদলের। ম্যাচটি ৮৩ রানে জিতেছিল কিউইরা। আর গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগে অনিশ্চিত লিটন দাস
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি ও জোশ লিটল।
]]>