Feni (ফেনী)ফেনী
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত
ফেনী | তারিখঃ November 4th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 22 বার
সদর প্রতিনিধি->>
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশনের অদূরে উত্তর শিবপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিআরপি পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ফেনী রেলস্টেশন ছেড়ে যায়। এর অল্প কয়েক মিনিট পর ফেনী স্টেশনের অদূরে উত্তর শিবপুর এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাতনামা যুবক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আকবর আলী বলেন, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে।




