ফেনীতে মহাসড়কের পাশ থেকে গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফেনী | তারিখঃ November 4th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 810 বার
সদর প্রতিনিধি->>
ফেনীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৮) গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেপুলিশ।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গত চার/পাঁচ দিন আগে যুবকটিকে অন্যত্র হত্যা করে দুর্বৃত্তরা ওই স্থানে ফেলে যায়। যুবকের পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল।
ফেনী মডেল থানার পরিদশর্ক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন,মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




