সৌদিতে হামলার পরিকল্পনার খবর ভিত্তিহীন, দাবি ইরানের
<![CDATA[
সৌদি আরবে যেকোনো সময় ইরান হামলা চালাতে পারে বলে যে খবর ছড়িয়েছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরানের বিরুদ্ধে নেতিবাচক খবর ছড়াতেই পশ্চিমা কিছু দেশ ও ইহুদিবাদীরা এমন মিথ্যা অভিযোগ করেছে। ইরান প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করতে কাজ করে যাবে বলেও উল্লেখ করা হয়।
সম্প্রতি সৌদি আরবে ইরান হামলা চালাতে পারে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, ইরানের হামলার পরিকল্পনা মার্কিন গোয়েন্দাদের জানিয়েছে সৌদি কর্মকর্তারা। এমন অভিযোগের পর রিয়াদের সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়।
মার্কিন এই অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিল ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে দীর্ঘদিন ধরে কাজ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইল। তারাই এবার ইরানের বিরুদ্ধে এমন ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনলো।
বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলে প্রতিবেশীদের সঙ্গে ইরানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা নষ্ট করার চেষ্টা হিসেবেই এই দাবি করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গণমাধ্যম। জাতিসংঘের ইরান মিশনও একই দাবি করেছে। এমন অভিযোগকে ইরান বিরোধী কার্যকলাপ হিসেবেই দেখছে তারা।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে ইরানের বিক্ষোভ
যুক্তরাষ্ট্র এমন দাবি করলেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় সৌদি আরব। এমনকি ইরানের হামলার পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি সরকার। এর আগে ২০১৯ সালে সৌদি আরবের একটি তেলের ডিপোতে হামলার ঘটনায় তেহরানকে অভিযুক্ত করেছিল রিয়াদ ও ওয়াশিংটন। তখনও তা অস্বীকার করে ইরান।
সম্প্রতি ইরানবিরোধী নানা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের সমর্থন দিয়েছে বাইডেন প্রশাসন। একইসঙ্গে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
]]>




