নড়াইলে সহিংসতায় আহত ২০, আটক ৮
<![CDATA[
নড়াইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য আহতদের নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেলে নেয়া হয়েছে।
আরও পড়ুন: ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ
পুলিশ জানায়, সম্প্রতি শেষ হওয়া পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে নির্বাচনে পক্ষ গ্রহণ করা নিয়ে ৪নং ওয়ার্ডের সদস্য পদে জয়ী টিউবওয়েল প্রতীকের সাখাওয়াত মণ্ডল ও পরাজিত প্রার্থী ফুটবল প্রতীকের বুলু মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
চলমান এ বিরোধের মাঝে বুলু মোল্লার সমর্থক মহিষখোলা গ্রামের সিদ্দিক মিনারের হারিয়ে যাওয়া একটি ডিঙ্গি নৌকা সাখাওয়াত মোল্লার পুকুর থেকে উদ্ধার হলে দুপক্ষের বিরোধ তুঙ্গে ওঠে। একপর্যায়ে শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুপক্ষের ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। চারজনকে নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
]]>




