কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম উইং উদ্বোধন
<![CDATA[
কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জেলা পাবলিক লাইব্রেরিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম উইং-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে স্থাপিত এই উইংয়ের উদ্বোধন করেন তার মেয়ে কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. আফজল ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আবদুল লতিফ।
আরও পড়ুন: জেলহত্যার প্রধান কুশীলব জিয়া: তথ্যমন্ত্রী
স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আবদুল লতিফ জানান, লাইব্রেরির এই কর্ণারে শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বিভিন্ন ছবিসহ তাকে নিয়ে লেখা মুক্তিযুদ্ধের বিভিন্ন বই সংরক্ষণ করা হয়েছে।
]]>