রাজশাহীতে পদ্মায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
<![CDATA[
রাজশাহী নগরীর পঠানপাড়া মুক্তমঞ্চ এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয়ার খবর দিলে নৌ-পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
রাজশাহী নৌ-পুলিশের ওসি ওবাইদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ২৮ বা ২৯ বছর হবে। শুক্রবার সন্ধ্যায় পদ্মায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে লাশটি আজকেরই। আগে মারা যাওয়া লাশ নয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার
ওসি ওবাইদুল হক বলেন, লাশের পেটে প্রচুর পানি আছে। ডুবে মারা যেতে পারে। আবার ভেসেও আসতে পারে। লাশ উদ্ধারের পর রাজশাহী সিআইডি টিম গিয়ে আলামত সংগ্রহ করেছে। লাশের ফিঙ্গার প্রিন্টের অবস্থা ভালো আছে। আশা করছি তার পরিচায়ও পাওয়া যাবে।
এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।
]]>




