খেলা
পেট্রোল পাম্পের পাশে ভয়াবহ আগুন, পুড়ল ২ দোকান
<![CDATA[
ঝালকাঠি শহরের একটি পেট্রোল পাম্পের পাশে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ সময় দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।
রোববার (৬ নভেম্বর) শহরের কৃষ্ণকাঠি এলাকায় দুপুর দেড়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের তালুকদার ফিলিং স্টেশনের মাত্র ২৫ গজ দূরে একটি খাবারের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে। মুহূর্তের মধ্যে পাশের একটি কনফেকশনারিতেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি দোকান পুড়ে ছাই হয় যায়।
আরও পড়ুন: পাবনায় শিশুখাদ্য গোডাউনে আগুন
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনমাস্টার বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
]]>




