মহাকাশে বানর পাঠাবে চীন
<![CDATA[
সদ্য চালু হওয়া তিয়ানগং মহাকাশ স্টেশনে বানর পাঠানোর পরিকল্পনা করেছে চীন। শূন্য-মধ্যাকর্ষণ পরিবেশে বানর কীভাবে বেড়ে উঠে এবং বংশ বিস্তার করে তা জানার পরিকল্পনা করেছে দেশটি।
চীনের মহাকাশ বিজ্ঞানী ঝাং লুর বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, পরীক্ষাটি হবে মহাকাশ স্টেশনের বৃহত্তম মডিউলে, যা মূলত জীববিজ্ঞানের পরীক্ষাগুলোর জন্য ব্যবহৃত হয়। ঝাং বলেছেন, মাছ এবং শামুকের মতো ছোট প্রাণিদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর ইঁদুর এবং বানর নিয়ে পরীক্ষা হবে। এতে দেখা হবে মহাকাশে তারা কীভাবে বেড়ে ওঠে বা বংশ বিস্তার করে। তার বিশ্বাস এই পরীক্ষাগুলো তাদের বুঝতে সহায়তা করবে কীভাবে জীব নিজেকে মাইক্রোগ্রাভিটি এবং অন্যান্য স্থানের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইঁদুর এবং স্তন্যপায়ী প্রাণিদের ওপর এই ধরনের পরীক্ষা করার ক্ষেত্রে এখনও বেশ কিছু অসুবিধা রয়েছে। তারা উল্লেখ করেছেন যে, স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত বিজ্ঞানীরা কয়েকটি ইঁদুর ১৮ দিনের জন্য মহাকাশে নিয়ে গেছেন এবং সেখানে থাকতে সক্ষম হয়েছিল। কিন্তু গর্ভাবস্থার কোনো লক্ষণ ছিল না এবং পৃথিবীতে ফিরে আসার পর তাদের কেউই বাচ্চা জন্ম দেয়নি।
সিংগুয়া ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের অধ্যাপক কেখই কি বলেছেন, মহাকাশে জীববিজ্ঞান পরীক্ষার চ্যালেঞ্জ প্রাণির আকারের সঙ্গে বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগের কিছু গবেষণায় পরামর্শ দেয়া হয়েছিল যে, মধ্যাকর্ষণের অভাবে অণ্ডকোষ এবং অন্যান্য বংশ বিস্তারের অঙ্গের ক্ষতি করতে পারে, যে প্রেক্ষিতে প্রাণিদের যৌন হরমোনের পরিমাণ কমে যেতে পারে।
]]>




