খেলা

প্রক্সি দিতে গিয়ে আটক ১, পরীক্ষার্থী বহিষ্কার

<![CDATA[

রাজশাহীর পবায় আলিম পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন এক ছাত্র। পরে তাকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) আলিম পরীক্ষা চলাকালে পবা উপজেলার নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একই উপজেলার আলিগঞ্জ দারুন সুন্নাহ কামিল মাদ্রাসার এক শিক্ষার্থীর পরীক্ষার দিতে যান পবা উপজেলার আলীগঞ্জ মধ্যপাড়া রুস্তম আলীর ছেলে মকবুল হোসেন।

এ সময় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ওই কেন্দ্র পরিদর্শনকালে মকবুল হোসেনকে সন্দেহ হয়। বিষয়টি কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের জানান তিনি। পরে মকবুলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রবেশপত্র যাচাই বাছাই করে নিশ্চিত কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, তিনি অন্যের পরীক্ষা দিতে গিয়েছেন। 

প্রক্সির ঘটনা প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার অভিজিৎ সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মকবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে সকল পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

আরও পড়ুন: বন্ধুর ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসে কারাগারে যুবক

বিষয়টি নিশ্চিত করে অভিজিৎ সরকার বলেন, যার বদলে মকবুল হোসেন পরীক্ষা দিচ্ছিলেন, ওই শিক্ষার্থী এলাকাতেই থাকেন না বলে জানা গেছে। বিষয়টি লিখিত আকারে জেলা প্রশাসককে জানানো হয়েছে। 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!