খেলা

বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান

<![CDATA[

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।

সোমবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সঞ্জয় কুমার ভৌমিক ১৯৯৪ সালের ৪ এপ্রিল গাইবান্ধা জেলার সহকারি কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণি ম্যাজিস্ট্রেট, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী সচিব হিসেবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, জেলা জেলা প্রশাসক (শিক্ষা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক স্থানীয় সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ১৭ অতিরিক্ত সচিব পদে রদবদল

এছাড়া সঞ্জয় কুমার ভৌমিক কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান সঞ্জয় কুমার ভৌমিক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!