যে রিজার্ভ আছে, দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা নেই: শামীম ওসমান
<![CDATA[
দেশে যা রিজার্ভ আছে তাতে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে দেশের কোনো মানুষ যাতে খাদ্য ও অর্থনৈতিক সংকটে না ভোগেন, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই দেশবাসীকে সতর্ক করে আসছেন।
সামাজিক সংগঠন ‘শ্লোগান’-এর আয়োজনে সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়ায় রাইফেলস ক্লাব মিলনায়তনে কৃষি বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, সবাই যাতে এই সংকট মোকাবিলা করে বাঁচতে পারে, সে জন্য সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি সঞ্চয়ী ও কৃষি আবাদে উদ্যোগী হতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে হবে। সবাই এগিয়ে এলে দেশবাসী উপকৃত হবেন ও দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এতে পুরো দেশের মানুষ এর সুফল ভোগ করবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক কারণে সারা পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য কিছু মানুষ দেশের ভেতরে থেকে ধ্বংসের বীজ বপন করছে। তাই দল-মত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন : সরকারের পদত্যাগ নিশ্চিত করেই ঘরে ফিরব: ফখরুল
প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়নে যুবসমাজকে কৃষি কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে আয়োজক সংগঠন শ্লোগানের পক্ষ থেকে অনুষ্ঠানে দুই হাজার যুবককে বিনামূল্যে বিভিন্ন ধরনের কৃষি বীজ দেয়া হয়।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কৃষিসেবায় এগিয়ে আসায় শ্লোগানের কর্ণধার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানিসহ সব সদস্যকে ধন্যবাদ জানান সংসদ সদস্য শামীম ওসমান।
]]>




