সাকিবের বিতর্কিত আউট, সেই আম্পায়ারকে রাখল না আইসিসি
<![CDATA[
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। যদিও রিভিউতে দেখা গেছে, বল পায়ে লাগার আগে তার ব্যাট ছুঁয়ে যায়। তবুও টিভি আম্পায়ার ল্যাংটন রুসে তাকে এলবিডব্লিউ দেন, যা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে।
এমনকি সাকিবের সেই আউটকে ম্যাচের টার্নিং পয়েন্ট ভাবা হচ্ছে। গ্রুপপর্ব শেষে দুই সেমিফাইনালের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে নাম নেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা ল্যাংটন রুসের।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল পরিচালনা করবেন মারাইস ইরাসমাস এবং রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব দেয়া হয়েছে রিচার্ড কেটেলবরোকে। চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন যথাক্রমে মাইকেল গফ ও ক্রিস ব্রড।
এ ছাড়া দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমারা ধর্মসেনা ও পল রাইফেল। দুজনেই সাবেক ক্রিকেটার। যদিও ধর্মসেনার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক কম নয়। সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফফানি। চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি ডেভিড বুন।
আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে বৃষ্টির শঙ্কা
চলতি বিশ্বকাপে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন আম্পায়ার ল্যাংটন রুসে। সাকিবকে তিনিই ভুল এলবিডব্লিউ দিয়েছিলেন।
]]>




