রিপাবলিকানদের পক্ষে ভোট চাইলেন ইলন মাস্ক
<![CDATA[
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল রিপাবলিকান পার্টিকে ভোট দেয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গাড়ি ও নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। নির্বাচনের মাত্র একদিন আগে সোমবার (৭ নভেম্বর) মার্কিন ভোটারদের এ পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। ভোটারদের উজ্জীবিত করতে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রচারাভিযান চালাচ্ছেন ডেমোক্র্যাট নেতা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রচারণায় নেমেছেন রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
এদিকে ইতোমধ্যে আগাম ভোট দেয়া শুরু হয়ে গেছে। এমন সময়ে রিপাবলিকানদের জন্য ভোট চাইলেন ইলন। সোমবার (৭ নভেম্বর) নিজের সদ্য কেনা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি বলেন, কট্টর ডেমোক্র্যাট বা রিপাবলিকানরা কখনও অন্য পক্ষকে ভোট দেন না। তাই স্বাধীনচেতা ভোটাররাই সিদ্ধান্ত নেন, কে ক্ষমতায় থাকবে! আমি রিপাবলিকানদের পক্ষে ভোট দেয়ার পরামর্শ দিচ্ছি।
এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে রিপাবলিকান পার্টির হাতে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এক মাস আগেও মনে করা হচ্ছিল নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সহিংসতার শঙ্কা
কিন্তু এখন নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। মূলত অর্থনীতি বেহাল দশার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা ও অভিবাসন প্রশ্নে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে ডেমোক্র্যাট নয়, রিপাবলিকানদের প্রতিই অধিক আস্থা ভোটারদের।
৫০টি রাজ্যের মধ্যে বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে। নির্বাচকেরা কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদ ছাড়াও সিনেটের এক-তৃতীয়াংশ ও ৩৬টি রাজ্যে গভর্নরসহ বিপুল পরিমাণ পদে নতুন প্রতিনিধি নির্বাচিত করবেন। তবে এই মুহূর্তে সব নজর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রশ্ন ঘিরেই।
প্রতিনিধি পরিষদ অথবা সিনেট এর কোনো একটিতেও যদি ডেমোক্র্যাটদের মুঠো আলগা হয়ে যায়, তাহলে পরবর্তী দুই বছর প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে পড়বে। কেউ কেউ তাকে এখন থেকেই ‘লেইমডাক’ বা ‘খোড়া হাঁস’ নামে ডাকাও শুরু করেছেন।
সবশেষ প্রতিটি জনমত জরিপেই প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নাটকীয় কোনো কিছু না ঘটলে রিপাবলিকান দল ১৫ থেকে ৩০টি অতিরিক্ত আসন দখল করবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফল জানা যাবে কখন?
বর্তমানে দুই দলের মধ্যে ব্যবধান মাত্র পাঁচটি আসনের। অর্থাৎ নিজেদের অবস্থান ধরে রাখার পর যদি মাত্র পাঁচটি অতিরিক্ত আসন রিপাবলিকানরা দখল করতে পারে, তাহলে কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ তারা ফিরে পাবে। ন্যান্সি পেলোসির জায়গায় স্পিকার হবেন কেভিন ম্যাকার্থি।
সিনেটের চিত্রটি অবশ্য এখনও কিছুটা অস্পষ্ট। চলতি হিসাব অপরিবর্তিত থাকলে ডেমোক্র্যাটরা সিনেটে তাদের বর্তমান অবস্থান হয়তো ধরে রাখতে পারে। ডেমোক্র্যাটদের ধারণা, ভোটার অংশগ্রহণ যথেষ্ট হলে তারা হয়তো একটি বা দুটি অতিরিক্ত আসন দখলে সক্ষম হবে। তবে অনেকেই বলছেন, ডেমোক্র্যাটদের এ ধারণা অমূলক।
]]>




