চাঁদপুরে পিকআপে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
<![CDATA[
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লুট হওয়া মালামালসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার তাতুয়া এলাকায় বেড়িবাঁধ সড়কে একটি পিকআপভ্যানে ডাকাতি হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোক্তার হোসেন (২৪), নাহিদ গাজী (২৬), শরীফ বেপারী (৩০), শরীফ হোসেন (২২) এবং ছিডু ছৈয়াল (২৪)। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: চাঁদপুরে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ডাকাতির ঘটনার মাত্র তিনদিনের মাথায় ডাকাতির মালামালসহ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, পুলিশের হাতে যারা গ্রেফতার হয়েছে। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এরইমধ্যে গ্রেফতার ডাকাতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
]]>