বাংলাদেশ
সরকার পদত্যাগ করবে না: কামরুল ইসলাম
<![CDATA[
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সরকার পদত্যাগ করবে না। শেখ হাসিনার অধীনই নির্বাচন হবে। বিএনপি হুমকি সহ্যের বাইরে গেলে, ডিসেম্বর থেকেই রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ।
মঙ্গলবার (৮ নভেম্বর) যুবলীগের মহাসমাবেশ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বিএনপি। জনগণের ওপর আস্থা নেই, তাই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারই তারেক রহমানকে নির্যাতন করেছে, আবার তারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে।
এদিকে বিএনপির আস্ফালন ও তথাকথিত হুমকির জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
]]>




