সেলুনই পাঠাগার!
<![CDATA[
এখন থেকে সেলুনে শুধু চুল কাটা কিংবা শেভ করা নয়; পড়া যাবে বিভিন্ন ধরনের বইও। সেলুনটি দেখে মনে হবে একটি পাঠাগার! যেখানে সবাই বই পড়ায় মগ্ন। বাস্তবে এটি একটি সেলুন। ব্যতিক্রমধর্মী এ সেলুনটি গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের বাকলিয়া এলাকায়। শুধু সাহিত্যের প্রতি প্রবল ভালোবাসা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার মানসেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সেলুনটির মালিক।
যারা চুল কাটাতে আসেন, অপেক্ষার সুযোগে কোনো না কোনো বই পড়ায় মগ্ন। নগরীর বাকলিয়া এলাকায় অদ্বৈত হেয়ার নামের সেলুনটির স্বত্বাধিকারী প্রদীপ প্রজ্বোল। পারিবারিক টানাপোড়েনের কারণে এসএসসির পর আর পড়ালেখার সুযোগ হয়নি তার। অল্প বয়সে যুক্ত হয়ে পড়েন সেলুন ব্যবসায়। পড়ালেখার সুযোগ না হলেও এখন পর্যন্ত তার নিজের লেখা নয়টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কবিতা, ছড়া ও উপন্যাসের বইও রয়েছে।
সাহিত্যের প্রতি প্রবল ভালোবাসা থেকেই সেলুনের একটি অংশে সাজানো রয়েছে থর থরে বই। শিশুতোষ, কবিতা, উপন্যাসসহ রয়েছে বিভিন্ন বইয়ের সমাহার। সেলফ থেকে পছন্দের বইটি নিয়ে পড়া শুরু করেন চুল কাটাতে আসা বিভিন্ন বয়সী মানুষ। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগে খুশি সবাই।
আরও পড়ুন: লালমনিরহাটে সেলুনে ‘লাইব্রেরি’
চুল কাটাতে আসা মো. হাসান বলেন, এখানে চুল কাটতে এসে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের বই আছে এখানে। মোবাইলে আসক্ত না থেকে চুল কাটাতে এসে অপেক্ষমাণ সময় বই পড়তে ভালো লাগে। এটি দারুণ একটি উদ্যোগ।
সেলুনের মালিক প্রদীপ প্রজ্বোল জানান, শুধু সাহিত্যের প্রতি প্রবল ভালোবাসা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এখানে বই পড়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এসএসসি পর্যন্ত পড়তে পেরেছি। পারিবারিক টানাপোড়েনের কারণে পড়ালেখা চালিয়ে নেয়া সম্ভব হয়নি। আমার দোকানে এসে কেউ যদি সামান্য পরিমাণও জ্ঞান অর্জন করতে পারে, সেটিই আমার ভালো লাগার বিষয়।’
প্রদীপের এই পাঠাগারে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বিখ্যাত লেখকদের কয়েকশ বই রয়েছে।
]]>




