বিনোদন

পাক-কিউই লড়াইয়ে কারা হবেন ট্রাম্পকার্ড?

<![CDATA[

পাকিস্তান-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে মুখিয়ে আছেন পুরো বিশ্বের ক্রিকেটভক্তরা। কারা জিতবে, কারা যাবে ফাইনালে? তা নিয়ে যেনো জল্পনা কল্পনার শেষ নেই। তবে, ম্যাচ ছাপিয়ে সবার নজর থাকবে, দু’দলের ইনফর্ম ক্রিকেটারদের ওপর। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে কারা হয়ে উঠতে পারেন ট্রাম্পকার্ড, চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বিচারে এক নজরে এবার দেখে নেব তা।

পাকিস্তান-নিউজিল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনালে সমর্থকদের চোখ শুধু ম্যাচের ওপরেই নয়, দলের ইনফর্ম ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতেও মুখিয়ে থাকবে ক্রিকেট ভক্তরা। যারা কি না যেকোনো মুহূর্তে পাল্টে দিতে পারেন ম্যাচের ফলাফল।

এই যেমন পাকিস্তানের শান মাসুদের কথাই ধরুন। ৫ ম্যাচে করেছেন ১৩৫ রান। ভারতের বিপক্ষে ফিফটি ছাড়াও, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। ইফতেখারের দিকেও নজর থাকবে পাকিস্তান সমর্থকদের। ৫ ম্যাচে ১১৪ রান তোলা এই ক্রিকেটারের পুরো আসরে আছে দুইটি ফিফটি। সে সঙ্গে হারিস রউফ ২০০৯ সালের চ্যাম্পিয়নদের আস্থার নাম।

আরও পড়ুন: ভিডিও ছড়িয়ে পড়ায় পাকিস্তান দলের ওপর ক্ষুব্ধ ওয়াসিম

আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলা হয়, বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপ আছে পাকিস্তান শিবিরে। সুপার টুয়েলভের শুরু থেকে স্পিন বিষে প্রতিপক্ষের জন্য ত্রাসের রাজত্ব কায়েম করেছেন শাদাব। এ ম্যাচেও তার দিকে চোখ থাকবে পাকিস্তানের সমর্থকদের। ৫ ম্যাচে তার উইকেট ১০টি।

বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ফিটনেস পরীক্ষায় পাশ করে দলে ঢুকলেও, প্রত্যাশিত পারফর্ম করতে পারছিলেন না। তবে, পাকিস্তান দলের জন্য সুখবর । ছন্দ খুঁজে পেয়েছেন এই পেসার। ৫ ম্যাচে তার উইকেট আটটি।

আরও পড়ুন: ৩০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল পাকিস্তান

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ভরসার নাম ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস ও কেইন উইলিয়ামসন। আসরে দলের হয়ে একমাত্র সেঞ্চুরি করা ফিলিপসের চার ম্যাচে রান ১৯৫। কেইন উইলিয়ামসন ব্যাট হাতে চার ম্যাচে করেছেন ১৩২ রান। সঙ্গে তার ক্ষুরধার নেতৃত্ব তো আছেই।

বল হাতে কিউইদের আস্থার নাম মিচেল স্যান্টনার। চার ম্যাচে তার উইকেট ৮টি। টিম সাউদি চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!