গুরুতর অভিযোগ এনে বাফুফেতে জামালের চিঠি
<![CDATA[
ফুটবল থেকে সরে দাঁড়ানো সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সাইফের কাছে নাকি তিন মাসের বেতন পাওনা তার, সব মিলিয়ে যা ১৬ লাখের মতো। কিন্তু সেই টাকা দেব দেব করেও দিচ্ছে না সাইফ, দাবি জামালের।
বেতন দিচ্ছে না বিধায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছেন জামাল। বেতনের ব্যাপারে বাফুফের সহায়তা চান তিনি। জামাল কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও। তিনি বলেন, ‘২ নভেম্বর বাফুফেতে চিঠি দিয়েছি। সাইফ আমার বেতন দিচ্ছে না।’
আরও পড়ুন: ২০ লাখ করে জরিমানা গুনতে হচ্ছে সাইফ ও বারিধারাকে
গত আগস্টে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় সাইফ স্পোর্টিং। দেশ-বিদেশের নামি-দামি ফুটবলার এবং কোচদের দলে এনে চমক দিয়েই বাংলাদেশের ফুটবল অঙ্গনে পা রেখেছিল সাইফ স্পোটিং। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও সামনের সারিতেই ছিল তারা।
আরও পড়ুন: শিরোপা জিততে শক্তিশালী দল গঠন করল মোহামেডান
২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জয়ের পর দেশের প্রথম করপোরেট দল হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবির্ভাব হয় সাইফ স্পোর্টিংয়ের। দলের অধিনায়ক হন তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া। এরপর শিরোপা জেতার মতো দল গড়েও কখনোই শিরোপা জিততে পারেনি সাইফ। এবারের বিপিএল ফুটবলে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জনের পরও মৌসুম শেষে অধিকাংশ ফুটবলার ধরে রাখতে ব্যর্থ হয় সাইফ।
]]>




