নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি, বিদ্যালয়ের পিয়ন গ্রেফতার
<![CDATA[
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক শিশু শিক্ষার্থীকে (৬) যৌন হয়রানির অভিযোগে ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন তাহের হোসেন রাজুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পিয়ন তাহের হোসেন রাজু ওই এলাকার নুরুল হুদার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার (৬ নভেম্বর) ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের ক্যাম্পেইন চলে। টিকা দেয়ার পর ওই শিশুকে জোর করে ধরে মুখে কামড় দেয় রাজু।
পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে মঙ্গলবার (৮ নভেম্বর) তিনি বিদ্যালয়ে এসে বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন। বিষয়টি জানাজানি হলে সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে রাজুকে আটক করে থানায় খবর দেয়।
আরও পড়ুন: পরকীয়ার দ্বন্দ্বে স্ত্রীকে হত্যা: ৩ বছর পর স্বামী গ্রেফতার
সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সকালে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
]]>




