বিপিএল মাতাতে আসছেন রিজওয়ান-আফ্রিদি
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বিপিএলে দল পেয়ে গেল পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই দুই পাকিস্তানিকে দলে ভিড়িয়েছে।
আসন্ন বিপিএলকে সামনে রেখে দল গোছানো বেশ ভালোভাবেই শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের জয়কজয়কার। আফ্রিদি ও রিজওয়ানের আগে বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর তাদের দলের পাকিস্তানের তিন ক্রিকেটারকে দলের নেয়ার কথা নিশ্চিত করেছে। তারা হলেন শোয়েব মালিক, মোহাাম্মদ নেওয়াজ ও হারিস রাউফ।
আরও পড়ুন: ফরচুন বরিশালে থাকছেন সাকিব, খেলবেন গেইল-কর্নওয়ালও
বুধবার (৯ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি এই দুই ক্রিকেটারকে স্বাগত জানিয়ে এক বিবৃতি দিয়ে লিখেছেন, আমরা আপনাদের ভিক্টোরিয়ান পরিবারে স্বাগত জানাতে পেরে সৌভাগ্যবান!
এবারের বিপিএলে অংশগ্রহণ করছে মোট ৭টি দল। গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। এবার যে সাতটি দল রয়েছে সে দলগুলো হল; রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা। এবারের বিপিএল মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
]]>




