৬৪ বছর পর যাদের নিয়ে কাতার যাচ্ছে ওয়েলস
<![CDATA[
দীর্ঘ ৬৪ বছর পর আবার বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ওয়েলসকে। এমন এক ইতিহাসের জন্য সেরা দলই নির্বাচন করেছেন ওয়েলস কোচ রব পেইজ। দলের সেরা খেলোয়াড় গ্যারেথ বেলের দিকেই নজর রয়েছে পুরো বিশ্বর। এছাড়াও দলের রয়েছেন অ্যারন রামজি, জো অ্যালেনরাও।
২৬ সদস্যের ওয়েলস স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন তারা প্রায় সবাই খেলেন ইংলিশ লিগে। তবে ব্যতিক্রমও আছে। যেমন; বেল বর্তমানে খেলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হয়ে। এদিকে রামজি খেলেন ফরাসি ক্লাব নিসের হয়ে।
আরও পড়ুন: বিশ্বকাপ শেষ সাদিও মানের!
এর আগে একবারই বিশ্বকাপে খেলেছে ওয়েলস। ১৯৫৮ সালের আসরে কোয়ার্টারে-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল তারা। আগামী ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ওয়েলস। ‘বি’ গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড ও ইরান।
বিশ্বকাপের ওয়েলস দল:
গোলরক্ষক: ওয়েন হেনেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, বেন ডেভিস, বেন কাবাঙ্গো, জো রোডন, ক্রিস মেফাম, ইথান অ্যামপাডু, ক্রিস গান্টার, কনর রবার্টস, টম লকইয়ার
মিডফিল্ডার: অ্যারন রামজি, জো অ্যালেন, হ্যারি উইলসন, জো মরেল, ডিলান লেভিট, রুবিন কলউইল, জনি উইলিয়ামস, ম্যাথু স্মিথ, সোরবা থমাস
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, ড্যান জেমস, কিফার মুর, মার্ক হ্যারিস, ব্রেনান জনসন
]]>




