বেলজিয়ামের সোনালি প্রজন্মের সেই দলেই ভরসা মার্টিনেজের
<![CDATA[
কিছুদিন আগেই মনে হচ্ছিল কাতারে যাওয়া হচ্ছে না বেলজিয়াম দলের সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকুর। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে আপাতত মাঠের বাইরে রয়েছেন লুকাকু। তবে তাকে নিয়েই বেলজিয়ামের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ। এছাড়াও বেলজিয়ামের সোনালি প্রজন্মের সকল খেলোয়াড়ই আছেন ২৬ জনের দলে।
২০১৮ বিশ্বকাপটা ছিল বেলজিয়ামের জন্য একটি ঐতিহাসিক বিশ্বকাপ। জাপানকে শেষ ১৬ এবং ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে উঠেছিল লুকাকু-হ্যাজার্ডরা। তবে সেমিতে ফ্রান্সের কাছে কাটা পড়ে তারা। কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে ঠিকই তৃতীয় স্থান অর্জন করে নিয়েছিল বেলজিয়াম।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে কাঁদানো সেই গোটজেকে নিয়েই জার্মানির দল ঘোষণা
বেলজিয়ামের সেই দলের বেশিভাগ খেলোয়াড়কেই কাতার বিশ্বকাপে জায়গা দিয়েছেন মার্টিনেজ। হ্যাজার্ড ব্রাদারদের সঙ্গে আক্রমণে আছেন বর্তমান সময়ের সেরা মিডফিল্ডারদের একজন কেভিন ডি ব্রুইনা। আছেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। এছাড়াও বেশকিছু তরুণ খেলোয়াড় জায়গা পেয়েছে কাতার বিশ্বকাপের স্কোয়াডে। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই দলে জায়গা করে নিয়েছেন আমাডু ওনানা, ওউট ফেস, লেয়ান্দ্রো ট্রোসার্ডরা।
বেলজিয়াম স্কোয়াড:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সিমন মিনিওলে, কোয়েন ক্যাসটিলস;
ডিফেন্ডার: ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়েন্ডার ডেনডনকার, জেনো ডেবাস্ট, আর্থার থিয়েট, ওউট ফেস, টিমোথি কাস্টানিয়ে, থমাস মুনিয়ের;
মিডফিল্ডার: হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস, আমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনা, ইয়ানিক কারাসকো, থরগ্যান হ্যাজার্ড;
ফরোয়ার্ড: রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লোইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলিয়ার, এডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মার্টেন্স, লেয়ান্দ্রো ট্রোসার্ড।
]]>




